পৃথক দুটি অভিযানে সড়ক ও ফুটপাত দখল করায় নগরে ২১ ব্যবসায়ীকে ১ লাখ এক হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করা হয় অবৈধ সাইনবোর্ড। গতকাল বুধবার পরিচালিত অভিযান দুটিতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে চকবাজার থানার প্যারেড কর্নার থেকে তেলেপট্টি মোড় এবং পাঁচলাইশ থানার কাতালগঞ্জ থেকে মুরাদপুর পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও মিডআইল্যান্ড থেকে প্রায় ৫০টি অবৈধ সাইনবোর্ড ও সাইন বোর্ডের এঙ্গেল উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তা ও ফুটপাতের উপর দোকানের মালামাল রেখে ব্যবসা করায় ৯ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে শাহ আমানত সেতু সড়কের ফুটপাত ও রাস্তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতার দায়ে ১২ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।