সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। পরিবহনে বিশৃঙ্খলা জিইয়ে রেখে কোনো সুফল পাওয়া যাবে না। গতকাল মঙ্গলবার সকালে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সূচনা হয় হাফেজ মুনসুরের কোরআন তেলওয়াতের মাধ্যমে। এতে মেয়র আরো বলেন, আমরা যত কিছুই করি না কেন, সড়ক ও পরিবহনে বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব না হলে জনগণ কোনো সুফল পাবে না। তাই অন্যান্য উদ্যোগের পাশাপাশি এ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া ড্রাইভিং উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে রাস্তা ভালো হওয়ায় গাড়ির গতি বাড়লেও চালকের বেপরোয়াভাবের কারণে দুর্ঘটনা ঘটছে।
হাজী আবুল বাশরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুস, কাজল কান্তি দাশ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির, চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক (এসরাল), সুপার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সেলিম উদ্দিন আরমান। মো. খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, শাহ আলম, মো. মুজিব, আবু হানিফ, মো. মোবারক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।