রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের দুটি সড়কের আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে। সড়ক দুটি হল ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ওয়ার্ডের মাইজপাড়া সড়ক ও হাতিমারা সড়ক। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা সড়ক দুটির উন্নয়ন করায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
তারা এজন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। রোববার (২৮ জুলাই) দুপুরে সড়ক দুটির ঢালাই কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল আলম নুরু, সমাজসেবক মোহাম্মদ আলী, আনা অপু মারমা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় নূর আলী কাঞ্চমা জামে মসজিদের ঈমাম মাওলানা মুহাম্মদ ইসমাঈল। তিনি মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান।