সড়কে বছরের পর বছর দাঁড়িয়ে আছে মরা গাছ

বাতাসে ঢালপালা ভেঙে আহত হচ্ছেন পথচারী-যাত্রী, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর জনপদের চলাচলের প্রধান মাধ্যম পারুয়া ডিসি সড়কের বিভিন্ন স্থানে শতাধিক মরা গাছ বছরের পর বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। সামান্য বাতাসে এসব গাছের ঢালপালা ভেঙে পড়ছে সড়কে। এতে কোনো সময় আহত হচ্ছেন পথচারী কিংবা যাত্রী, কোনো সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলরত যানবাহন। এসব গাছ অপসারণে বিভিন্ন সময় স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে আবেদন জানিয়ে এলেও তাতেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্টরা। যেকোনো সময় বিশালাকৃতির এসব মরাগাছ ভেঙে পড়ে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে এসব গাছ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মোহাম্মদ শাহ আলম জানান, রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট টু ঘাটচেক ডিসি সড়কের ফুলবাগিচা গ্রাম থেকে সাতঘরিয়া পাড়া পর্যন্ত এলাকায় ডিসি সডকের দুই পাশে অসংখ্য মরা গাছের সারি সবার চোখে পড়লেও তা দেখছেন না সংশ্লিষ্টরা। গাছগুলো অনেকদিন যাবত এভাবে দাঁড়িয়ে আছে। এখন এই মরা গাছগুলোর ঢালপালা প্রায় সময় ভেঙে পড়ছে। আশংকার বিষয় হচ্ছে ভারী বাতাসে গাছগুলো পড়ে যেকোনো সময় বড় বিপদ হতে পারে। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

মো. রাসেল নামে পারুয়া এলাকার এক বাসিন্দা জানান, এই সড়কের ঘাটচেক থেকে রাণীরহাট পর্যন্ত অসংখ্য মরা গাছ রয়েছে। বিভিন্ন সময় এসব গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। তখন অপসারণ করার আগ পর্যন্ত উত্তর রাঙ্গুনিয়ার পাঁচ ইউনিয়নের চলাচলের অন্যতম এই মাধ্যম বন্ধ হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই জনস্বার্থে এসবের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি। মো. আবুল হাশেম নামে একজন জানান, এই নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভাতেও একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু তারপরও এসব গাছ অপসারণে কোনো অগ্রগতি নেই। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, বিষয়টি নিয়ে

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগুজরাটে এক রাতে ‘১০২৪ বাংলাদেশি’ আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হাই কোর্ট বেঞ্চ বাস্তবায়নের ‘বাধা’ ভাঙতে হবে