নগরের এক কিলোমিটার থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌস। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, উচ্ছেদ হওয়া দোকানগুলো ভাসমান হলেও অনেকটা স্থায়ী কাঠামো রয়েছে। এক কিলোমিটার এলাকায় বালির বস্তা দিয়ে খাল ভরাট করে লোহার স্ল্যাব দিয়ে ভবন করা হয়েছে। সেটা ভেঙে দেয়া হযেছে। সেখানে এস আর ট্রাভেলস এবং নেপচুন পরিবহনের কাউন্টার করা হয়েছে। সেগুলোও উচ্ছেদ করা হয় বলে জানান আবুল হাশেম। অভিযানে মোহাম্মদপুর এলাকায় বারকোডের পাশে ফারুক টিম্বাররেক নালার উপর বিনা অনুমতিতে কাঠের স্ল্যাব বসিয়ে নালা দখল ও কাঠের গুঁড়ি ফেলে নালা ভর্তি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ল্যাব অপসারণ করা হয়।