সড়কেই সফর শেষ হলো অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট পিয়ালের

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫৮ পূর্বাহ্ণ

গতকাল শনিবার সিলেটে যাওয়ার পথে ঢাকাসিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে ইহ জাগতিক সফর শেষ করে পরপারে চলে গেলেন অড সিগনেচার ব্যান্ডের জনপ্রিয় গিটারিস্ট ও ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল। খবর বাংলানিউজের।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় শিল্পীর জন্য শোক জানাচ্ছেন। আহসান তানভীর পিয়াল চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আবুল বাশারের বড় ছেলে। পৈতৃক বাড়ি সন্দ্বীপ হলেও ছোট থেকে তিনি চট্টগ্রামেই বড় হয়েছেন।

পরে তিনি অড সিগনেচার ব্যান্ডের সঙ্গে গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে গাওয়া শুরু করেন। তার মায়াবী কণ্ঠে লাখো ভক্ত মুগ্ধ হয়ে থাকতো। অল্প সময়েই তিনি সবার প্রিয় গায়ক হয়ে ওঠেন। শুক্রবার রাতে অড সিগনেচার ব্যান্ডের ৪ সদস্যসহ মাইক্রোবাসে করে সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাওয়ার উদ্দেশে রওনা দেন। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে এলে ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও জনপ্রিয় শিল্পী পিয়াল নিহত হয়। আহত হয় ব্যান্ডের অন্যান্য সদস্য শাকিব (২৬), আকিব আহমেদ (২৬) ও অমিতাভ রেজা চৌধুরী (২৭)

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় রবীন্দ্র উৎসব আজ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন