চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগে মুনাফার নতুন হার নির্ধারণ করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। বছরের প্রথম দিন থেকে কার্যকর ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী জুন পর্যন্ত সঞ্চয়পত্রের বিপরীতে সাড়ে ৭ লাখ টাকা বা তার চেয়ে কম বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা হবে ১০ দশমিক ৫৯ শতাংশ; সর্বনিম্ন হবে ৮ দশমিক ৭৪ শতাংশ। গত বছরের জুলাইয়ে এ ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ৮ দশমিক ৭৪ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। নতুন মুনাফার হারে আগামী ছয় মাসের জন্য পেনশন স্কিমে সর্বোচ্চ মুনাফা ধরা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ। খবর বিডিনিউজের।
সাধারণ সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। পারিবারিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার চেয়ে কম বিনিয়োগের বেলায় পাঁচ বছরের মেয়াদে এ মুনাফা পাওয়া যাবে। এতদিন এ মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া প্রবাসীদের জন্য বন্ডে বিনিয়োগের সুদহার করা হয় ১২ শতাংশ। নতুন হিসাবে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ৮ দশমিক ৭৪ শতাংশ থেকে ১০ দশমিক ৪৩ শতাংশ।
সরকার ছয় মাস পর পর সঞ্চয়পত্রে সুদহার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। সুদহার বদলালেও যখন যে স্কিমে বিনিয়োগ করা হবে, তা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কেনার সময়কার সুদহার প্রযোজ্য হবে। একক বা যৌথভাবে সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগে এক ধরনের সুদহার মিলবে। তার চেয়ে বেশি বিনিয়োগে অপেক্ষাকৃত কম সুদহার দেয় সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগে মুনাফার হার হবে ১০ দশমিক ৫৯ শতাংশ, এটিই সর্বোচ্চ সুদহার। এতদিন ছিল সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ। এ স্কিমে এক থেকে পাঁচ বছরের জন্য বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যাবে।










