সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৪০ পূর্বাহ্ণ

জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে কিছুক্ষেত্রে সুদহার কমানোর যে সিদ্ধান্ত হয়েছিল, সেখান থেকে সরে এসেছে সরকার। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে আগের হারেই মুনাফা পাবেন বিনিয়োগকারীরা বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান। সুদহার কমানোর আগের সিদ্ধান্ত স্থগিত করার কথা জানিয়ে তিনি বলেন, এতক্ষণে পূর্বের হার বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সম্ভবত। না হলে এখনই হবে। খবর বিডিনিউজের।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আইআরডির অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। এর আগে সঞ্চয় অধিদপ্তর বছরের প্রথম দিন থেকে সুদহার কমানোর প্রজ্ঞাপন জারি করে। এতে সঞ্চয়পত্রের বেশ কয়েকটি ক্ষেত্রে সুদহার কমানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
পরবর্তী নিবন্ধকারওয়ানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া