সঞ্চারী নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

নৃত্য একটি সামাজিক কর্মকাণ্ড যা মানুষের মধ্যে একত্রিত হওয়ার এবং মেলবন্ধন সৃষ্টি করার এক শক্তিশালী উপায়। নৃত্যশিল্প সমাজে সৃজনশীলতার বিকাশ ঘটায়। এটি শিল্পীদের আবেগ, চিন্তা এবং ভাবনাকে প্রকাশ করার এক মাধ্যম। সমাজের সৌন্দর্য ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে। নৃত্য একটি শক্তিশালী শৈল্পিক মাধ্যম যা সমাজের মানসিকতা, সংস্কৃতি, ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৃত্য শুধু এক শৈল্পিক প্রদর্শনী নয় বরং সমাজের মূল্যবোধ, ঐতিহ্য, এবং সুস্থ সম্পর্কের প্রতীকও। নৃত্য পারফর্ম করার মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বাংলাদেশের যে কজন নৃত্যশিল্পী ও পরিচালক দেশের নান্দনিক নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে স্বপন বড়ুয়া অন্যতম।

গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সঞ্চারী নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ঝংকৃত পায়ের ছন্দের মুর্ছনা’ নৃত্যানুষ্ঠানে বক্তারা একথা বলেন। সঞ্চারী নৃত্যকলা একাডেমির অধ্যক্ষ নৃত্যশিল্পী স্বপন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দীপা খন্দকার। সঞ্চারী নৃত্যকলা একাডেমীর কৃতী শিক্ষার্থীর সংবর্ধিত সম্মাননা গ্রহণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, ফুলকি সহপাঠ বিদ্যালয়ের প্রাক্তন নৃত্য শিক্ষিকা সপ্তর্ষী বড়ুয়া তুমা। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন বাচিক শিল্পী পৃথা পারমিতা। শেষে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ দৌলতিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবান্দরবান ও রাঙামাটিতে বড়দিন উদযাপন