জাতীয় সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ডের মুনাফার উপর কেটে রাখা উৎস করের সনদ দিতে বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো ফি নিতে পারবে না ব্যাংক। কোনো কোনো ব্যাংকের বিরুদ্ধে এমন সনদ দিতে ফি নেওয়া, সঞ্চয়পত্র বিক্রি সেবা দিতে হয়রানি করার মতো অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার পুরনো নির্দেশনার কথা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খবর বিডিনিউজের।
এতে বলা হয়েছে, সনদ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব, সঞ্চয়পত্র বিক্রি পরবর্তী সেবার ক্ষেত্রে মোবাইল নম্বর সংশোধন/ পরিবর্তন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, ব্যাংক হিসাব সংশোধনের মতো সেবা দিতে হয়রানি করার অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ডে বিনিয়োগে সব লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে করার বাধ্যবাধ্যকতা আছে। টাকা জমা দেওয়ার দিন থেকেই বিনিয়োগকারীর নামে সঞ্চয় স্কিমের সনদ দেওয়ার নির্দেশনা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে সঞ্চয়পত্র বিক্রি পরবর্তী সেবা যেমন নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, ইএফটির (ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার) মতো সমস্যার ক্ষেত্রে আবেদন গ্রহণের সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
জাতীয় সঞ্চয়পত্রের সুদহার ব্যাংকের তুলনায় বেশি থাকায় এ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল গত ২০২২–২৩ অর্থবছরেও। ব্যাংক আমানতের সুদহার এখনও যেখানে সাড়ে ৮ থেকে ৯ শতাংশের ঘরে, সেখানে সঞ্চয়পত্রে সুদহার সাড়ে ১১ শতাংশের উপরে আছে।