বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের দল পরিচিতির দ্বিতীয় দিনে গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল রফিক আহমদ চৌধুরী একাদশ। দলটির অধিনায়ক জাতীয় ফুটবলার আমিনুর রহমান (সজীব) বলেন আসলে আমরা যে খেলতে পারছি সেটাই বড় সুযোগ। আর সে সুযোগটাকে কাজে লাগাতে চাই। কারণ দীর্ঘ দিন ধরে আমরা মাঠের বাইরে। নিজেদের সামনে অনেক খেলা রয়েছে। সে গুলোতে নামার আগে ফিট করতে হবে নিজেদের। আর সে ফিটনেস অর্জনের সবচাইতে বড় মঞ্চ এই টুর্নামেন্ট। তাই আমাদের লক্ষ্য সুযোগটাকে কাজে লাগানো। যাতে আমরা সামনের দিন গুলোতে ভাল খেলতে পারি। যেহেতু ফুটবল আমাদের একমাত্র পেশা। সে কারণে চট্টগ্রাম থেকে যে শুরুটা হচ্ছে সেটা দিয়েই আবার নতুন করে শুরু করতে চাই আমরা। দলটির কোচ সাবেক কৃতি ফুটবলার মো: শামসুদ্দীন চৌধুরী জানান এই টুর্নামেন্ট আসলে ফুটবলারদের জন্য নিজেদের ফিরে পাওয়ার লড়াই। আর সে লড়াইয়ে তার দলের খেলোয়াড়রা মাঠে পিছ পা হবেনা একটুও। যদিও দলের দুই সেরা তারকাকে পাচ্ছেননা তিনি। জাতীয় দলের সাবেক দুই তারকা ফুটবলার নাসির উদ্দিন চৌধুরী চলে গেছেন কোচেস ট্রেনিংয়ে। আর জাহিদ পারভেজ চৌধুরী চলে গেছেন দেশের বাইরে। তারপরও শামসুদ্দিনের ভরসা তরুণরা। এই তরুণদের নিয়ে তিনি মাঠে লড়াই করতে চান। আর এই টুর্নামেন্ট চট্টগ্রামের তরুণদের জন্যও একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। কারন এই টুর্নামেন্ট শেষে হয়তো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তাদের নিজেদের লিগ শুরুর চেষ্টা করবে। আর সেখানে ভাল খেলতে হবে এই তরুনদের।
দলের অধিনায়কের মতে তারা মাঠে নামবে ভাল খেলতে। তবে নিজেদের শক্তিমত্তাটা সে মাঠেই প্রমাণ করতে চান সজিব। আর সে সামর্থও রয়েছে তার দলের। দলের দুই অভিজ্ঞ ফুটবলার না থাকলেও তরুণরা নিজেদের সামর্থ দিয়ে ব্যবধান গড়ে দেবে বলে মনে করেন সজিব। সবচাইতে বড় কথা হচ্ছে প্রতিযোগিতাটা নিজেদের মধ্যেই করতে হবে। কে কাকে ছাড়িয়ে যেতে পারে। যদিও লম্বা সময় অলস কাটানোর পর মাঠে ভাল খেলাটা কঠিন। সে কঠিন কাজটা করে সেরা সাফল্য তুলে নিতে চান সজিব। গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির ম্যানেজার আবদুর রশিদ লোকমান এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান।