সজাগ না হলে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

৫৭ জেলায় ডেঙ্গু রোগী

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। সামনের দুই মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে এবং সজাগ না হলে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।

গতকাল দুপুরে মানিকগঞ্জ গড়পাড়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেছেন। তিনি বলেন, বৃষ্টি হওয়াতে বিভিন্ন স্থানে পানি জমাট বেঁধে মশার বংশ বিস্তার বৃদ্ধি পেয়েছে আর এতে করে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। সারা দেশে ৫৭টি জেলায় ডেঙ্গু রোগী রয়েছে। তার মধ্যে ৬০ শতাংশ রোগী ঢাকায় আর বাকি রোগী অন্য জেলায়। আমরা ডেঙ্গু মোকাবিলা করে যাচ্ছি। সিটি কর্পোরেশন, পৌরসভাকে আহ্বান করছি, তারা যেন বেশি বেশি করে স্প্রে করে। শহরের যেসব স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এবং বসতবাড়ি ও ঘরের উঠানের পানি জমাট থাকলে তা অপসারণ করতে হবে। এই পানি অপসারণ না করলে ডেঙ্গু আরও ভয়াবহ অবস্থা হতে পারে। আমি মনে করি সবাই মিলে কাজ করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারব।

মন্ত্রী বলেন, গত বছর এ সময়ে অবস্থায় ভালো ছিল। তবে এ বছর এই সময়ে ডেঙ্গু রোগ বেড়ে গেছে। সামনের আরও দুই মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট রয়েছে, প্রশিক্ষিত নার্স ও ডাক্তার আছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধএডিশ মশার হটস্পটে সার্ভে শুরু
পরবর্তী নিবন্ধপার্টনার সার্ভিসগুলোই এনআইডি তথ্য ঝুঁকিতে ফেলছে