যত সহজ তত খারাপ। সাবধানতা নিজের জন্য। নিজের ব্যক্তিত্ব, অবস্থান, সময় সবকিছু বিবেচনায় রেখে চলার পরিধি নির্ধারণ করা উচিত। অহেতুক কারো প্রলোভনে পড়ে অতি আবেগী কিছু করতে গেলে কখনো কখনো বিপদ ডেকে আনার সম্ভাবনা থাকে। সব মানুষ কখনো একরকম নয়। হোক পূর্বপরিচিত, বন্ধুত্ব কিংবা স্বজন। কার মনে কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে তা কেউই জানিনা। মানুষকে মানুষ বিপদে ফেলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। বর্তমান যুগে সরলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইলিং করা কোন ব্যপারই না। আমি মনে করি, স্যোশাল মিডিয়ার সহজলভ্যতা একজন আরেকজনের চরিত্রহরনের অবাধ সুযোগ এই অপরাধবোধকে উৎসাহিত করে। কাজেই, এথেকে রক্ষা পেতে হলে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কার সাথে মিশছি, কার সাথে চলছি, তার অবস্থান, চরিত্র, ব্যক্তিত্ব সবকিছু ভালোভাবে জানা উচিত। স্যোশাল মিডিয়ায় পরিচয়ের সূত্র পুরুষ বা মহিলা যাই হোক তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগে বিশেষ করে ভিডিও কল করার ক্ষেত্রে নিজের নিরাপত্তা মনে রাখা জরুরী। নয়তোবা তার দুর্বলতার সুযোগে ঘটে যেতে পারে চরিত্রহননের মত ঘটনা। যা হর–হামেশাই ঘটছে। তার সাথে কতটুকু ফ্রি হওয়া যাবে তাও বিবেচনায় রাখা উচিত। নতুবা নিজের বিপদ নিজে ডেকে আনার সময়ের ব্যাপার মাত্র।