সড়কে দুর্ঘটনা মানেই প্রাণহানি, অঙ্গহানি, সম্পদহানি, হাহাকার, আর্তনাদ আর আহাজারি। তাই ‘নিরাপদ সড়ক চাই’ এ লক্ষ্যে সকলের এগিয়ে আসা ছাড়া আর বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডায়মন্ড সিমেন্ট–নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু একটি পরিবারে শুধু গভীর শোক আর ক্ষত সৃষ্টি করে না, আর্থিকভাবেও পঙ্গু করে ফেলে ওই পরিবারকে। যা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে। বক্তারা বলেন, বর্তমানে নতুন দেশের নানা প্রত্যাশার কথা উচ্চারিত হচ্ছে। যেখানে সড়ক নিরাপদ যেন সবার প্রত্যাশার কেন্দ্রে থাকে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার পাশাপাশি পথচারীদেরও সচেতন হবার পরামর্শ দেয়া হয় সভায়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ও দৃষ্টি চট্টগ্রামের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির উদ্যোগে গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্য বিষয়ে ডায়মন্ড সিমেন্ট–নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশে সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম আব্দুর রহিম, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, বিতর্ক প্রতিযোগিতা কমিটির সহ–সমন্বয়কারী তানভীর আল জাবের, আরশাদুর রহমান। উপস্থিত ছিলেন, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন এম. রমজান আলী রমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।