অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপের একদিন পর অস্থায়ী প্রবেশ পাসের আবেদন নিতে বিশেষ সেল গঠন করা হয়েছে। গতকাল শনিবার এ সেল গঠনের কথা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে সচিবালয়ের উল্টো দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এ সেল করা হয়েছে। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে এ সেলের দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে আদেশে। তারা হলেন– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন–৩ শাখার সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও সচিবালয়ের নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।
গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ১০ ঘণ্টা পর তা নেভানো সম্ভব হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায়। এর দুদিন পর শুক্রবার সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে সমালোচনার মধ্যে শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগির নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে।