সঙ্গোপনে

শিউলী নাথ | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:২৭ পূর্বাহ্ণ

মাটি সকল রূপরস শুষে

বৃক্ষেরে দেয় মুক্তি,

পল্লবিত বৃক্ষ জানে

মাটিতেই তার শক্তি।

তেমনি আমি তোমারে দিয়েছি

আমার সকল আমিত্ব,

তোমাতেই আমি রেখেছি জমা

আমার অজানা কৃতিত্ব।

পূর্ববর্তী নিবন্ধনির্মল প্রেম
পরবর্তী নিবন্ধআমার বাংলাদেশ