শুদ্ধ সঙ্গীত মানুষের হৃদয়কে জাগ্রত করে এবং সঙ্গীতচর্চা করেও জীবনে প্রতিষ্ঠা অর্জন করা যায়। তার জন্য সঠিক শিক্ষা ও লক্ষ্য স্থির থাকা প্রয়োজন। সঙ্গীত মানুষের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত। মানুষ সঙ্গীতের মাধ্যমে নিজের মনের কথা খুঁজে পায়। বাগীশ্বরী সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীতচর্চা নিয়ে উপরোক্ত কথা বলেন বক্তারা। এ উপলক্ষে নগরীর বাগীশিক মিলনায়তনে আঠারো বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক শয়ন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও যীশু সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রিষু তালুকদার। উদ্বোধক ছিলেন ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। বিশেষ অতিথি ছিলেন ডা. অঞ্জন কুমার দাশ, প্রধান শিক্ষক অঞ্জন কুমার বড়ুয়া, শিক্ষক শেখর ঘোষ। বক্তব্য রাখেন সমীরণ সেন, প্রকৌশলী নির্মল মজুমদার, দিবাকর দে, ডা. সৌমিত্র দাশ, প্রকৌশলী রিমন সাহা, সব্যসাচী আচার্য্য, প্রিয়তোষ নাথ, অভিষেক দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












