থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সঙ্গীত পরিষদের ৮৩তম বর্ষপূর্তি উৎসব গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন সংবর্ধেয় অতিথি নজরুল সঙ্গীত শিল্পী জয়ন্তী লালা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী আইরিন সাহা। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের উপ–পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। সভাপতিত্ব করেন অধ্যাপক প্রণব মিত্র। বক্তব্য দেন, সম্পাদক তাপস হোড়, নাজমুল আহসান রবিন। অনুষ্ঠান পরিচালনা ছিলেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বার্তা প্রযোজক মো. নুরুল ইসলাম খন্দকার, জয়ন্তী লালা, আইরিন সাহা, সাইফুর রহমান, মুহাম্মদ সাজেদুল হক, ওমর আলী ফয়সাল। ৮৩তম বর্ষ উৎসবে সংগীত পরিষদের ছাত্র–ছাত্রীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।