সঙ্গীত পরিষদের চারুকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

শিশুদের স্কুলে দৈনন্দিন শিক্ষা ছাড়াও তাদের মানসিকভাবে কর্মমুখী এবং দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করতে হবে। দেশপ্রেমিক এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। শিশুদের বহুমাত্রিক প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে চারুকলা। রং তুলির আছড়ে তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করে আনন্দবোধ করে। গতকাল বৃহস্পতিবার সঙ্গীত পরিষদ আয়োজিত ২ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। পরিষদের সম্পাদক তাপস হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চবি চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক দেবাশিস্‌ রুদ্র ও মো. সাজিদুল হক হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রিয়ম কৃষ্ণ দে। শেষে পরিষদের ছাত্রছাত্রীদের অংকিত ছবি নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষকশিক্ষিকা অধ্যাপক পিন্টু ঘোষ, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, বনানী চক্রবর্ত্তী, শিউলি মজুমদার, মৌসুমী কর, দীপ্ত দত্ত, পলাশ চক্রবর্ত্তী, দেবাশীষ দাশ, অভিষেক দাশগুপ্ত, অঞ্জন দাশ, সুখরঞ্জন হালদার, এস.এম একরাম, প্রান্ত আচার্য্য ও অন্তরা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুন্নী সাহা-কবির দম্পতির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক
পরবর্তী নিবন্ধ৩ টি ব্র্যান্ড বাজারজাত করেছে আরলা ফুডস বাংলাদেশ