‘সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়’

সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শাস্ত্রীয় সংগীত সম্মিলন

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

সঞ্চারী সংগীত নন্দন একাডেমির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণে শাস্ত্রীয় সংগীত সম্মিলন গত ২৩ জুন নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির ডিন ড. বীণা খুরানা, সুমন চ্যাটার্জী, ডা. সরোজ কান্তি নন্দী, রিয়াজ ওয়ায়েজ। সভাপতিত্ব করেন ডা. অপরাজিতা রায়হান। ২য় পর্বে সম্মিলক সংগীত পরিবেশন করেন সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শিক্ষার্থীরা। এরপর যোগ রাগে খেয়াল পরিবেশন করেন প্রমা চৌধুরী শ্বেতা। শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন শিল্পী ময়ূখ সরকার। বক্তারা বলেন, মনকে শুদ্ধ করে সঙ্গীত। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকগুচ্ছ নাটকে ভিন্ন ঘরানার সব চরিত্রে প্রকৃতি
পরবর্তী নিবন্ধঈদে দুই অনুষ্ঠানে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান