সরকারের প্রস্তাবিত নতুন বাজেটের প্রশংসা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সঙ্কটকালীন সময়োপযোগী বাজেট। গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রী প্রস্তাবের পর অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করেন। খবর বিডিনিউজের।
এই বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় আনন্দ মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রলীগ।









