সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

পটিয়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর সদরের দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা চৌধুরীপাড়ার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানান, লায়লা বেগম মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। গতকাল ভোরে রেললাইন দিয়ে হাঁটতে বের হন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাকক্সবাজারঢাকা রুটে আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের ভাতিজা সরওয়ার ভান্ডারী বলেন, আমার চাচী মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বুধবার বিকেলে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। ডায়াবেটিস থাকায় তিনি ভোরে হাঁটতে বের হন। চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবলিভিয়ায় ব্যর্থ অভ্যুত্থান, সেনাপ্রধান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল টেইলার্সের দোকান