ইশকুলেতে যাবে বলে
নিলয় যখন তৈরি
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
সময়টা খুব বৈরি।
নিলয় এখন করবে কী আর
মুখটা করে ভার
বৃষ্টিঝরা থামার আশায়
সময় করে পার।
কিন্তু বৃষ্টি থামছে না তো
পড়ছে জোরে আরো
বৃষ্টির এমন কান্ডবাজি
তোমরা ভাবতে পারো?
একটু পরেই উঠোনজুড়ে
জল করে থইথই
নিলয় সোনার ইশকুলে আর
যাওয়া হলো কই?
জান্লা পাশে গিয়ে সে তাই
দূরের আকাশ দেখে
বৃষ্টি কেন আনল হঠাৎ
সকালে সাঁঝ ডেকে?