সকালে শূন্যতা অনুভব হয় আজাদীকে ছাড়া

কাযী মুহাম্মদ রোকনুজ্জামান | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

প্রতিদিনের সকালে দৈনিক আজাদী পত্রিকা না পেলে কিছুই ভালো লাগে না। হঠাৎ কোনো সকালে যদি আজাদী হাতে না পাই বা হকার ভাই কোনো কারণে আজাদী না দেই তাহলে বাসায় আব্বার মেজাজ আর আমাদের সকলের মনটা খারাপ হয়ে যায়। পুরো দিনটাই যেন মাটি হয়ে গেল। বলতে গেলে দীর্ঘ কয়েক যুগ ধরে দৈনিক আজাদী আমাদের পরিবারে সকলের সাথে অঙ্গাঙ্গীভাবে হৃদয়ের সাথে জড়িয়ে গেছে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, নিরপেক্ষতার সাথে চলা অর্থাৎ সত্যের সাথে থাকা এসব অনেক গুণাবলীর কারণে দৈনিক আজাদী পত্রিকা আজ পাঠক সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছে। দৈনিক আজাদী পত্রিকায় শুধু নয়, এর সম্মানিত সম্পাদক সাহেব হতে শুরু করে সাংবাদিক, রিপোর্টার ভাইয়েরাও নিজ নিজ কর্মগুণে দক্ষতার পরিচয় দিয়ে আসছে। তাইতো সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজাদী আজ অসাধারণ। আজাদীকে নিয়ে লিখতে গেলে লেখা মনে হয় ফুরোবে না। এভাবেই সবসময়ই যেন পাশে থেকো প্রতিদিন প্রিয় ‘দৈনিক আজাদী’শুভকামনা অনন্তকাল।

পূর্ববর্তী নিবন্ধআজাদীকে ভালোবাসি
পরবর্তী নিবন্ধপ্রিয় আজাদী