সকালে রামদা হাতে ভিডিও ভাইরাল, সন্ধ্যায় গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: শাহজাহান (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার শাহজাহান উপজেলার শিকলবাহা (০৩ নম্বর ওয়ার্ড) ফজল মেম্বারের বাড়ির মৃত বশির আহম্মদের ছেলে। সে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।

এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামদা হাতে জমি দখল চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয় গ্রেপ্তার শাহজানের। যে ভিডিওতে শাহনাজকে রামদা হাতে দৌড়ে দৌড়ে এসে বলতে শুনা যায় রাস্তা বন্ধ কর, রাস্তা কর। যেই ভিডিওটি মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শাহাজাহান নামে এক যুবককে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনিক ট্রাইব্যুনালের বিশেষ পিপি হলেন এড. জালাল পারভেজ
পরবর্তী নিবন্ধ১০ কোটি টাকার ‘বদলি বাণিজ্য’, চট্টগ্রামে তদন্তে দুদক