সকালে জামিনে ছাড়া পেয়ে রাতে আবার ছিনতাই করে ধরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাতবার পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটতে হয়েছে মো. শুক্কুরকে (৩২)। ছিনতাইয়ের অভিযোগেই প্রতিবার ধরা পড়ে সে। ১৬ জানুয়ারি শনিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে রাতে আবারো মোবাইল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে শুক্কুর কোতোয়ালী থানা পুলিশের হাতে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য সহ নানা অপরাধে মামলার সংখ্যা বর্তমানে সাতটি। গ্রেপ্তারকৃত আসামি মো. শুক্কুর (৩২) কোতোয়ালী থানাধীন বিআরটিসি এলাকার ১৪ জামতলা বস্তির হানিফ মোস্তফার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে জানান, শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী শিরিন আক্তার (২২) ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রামে আসেন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শুক্কুর তার কাছ থেকে মোবাইলটি ছিনতাই করে। এসময় রেল স্টেশনের সামনে কোতোয়ালী থানাধীন টহল পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ও মোবাইল ফোনটি উদ্ধার করে। ওসি বলেন, শনিবার সকালে একটি মামলায় জামিন পেয়ে সে জেল থেকে বের হয়েছিল। রাতে আবারো একই কাজ করতে গিয়ে ধরা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে চট্টগ্রাম আসছেন সিইসি
পরবর্তী নিবন্ধএমপি পার হবেন তাই…