সকালে এক দাম, ইফতারের আগে আরেক দাম

কক্সবাজারে তরমুজের বাজার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৪:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারে তরমুজের দামে যেন আগুন লেগেছে। ৪শ টাকার কম দামে বাজারে কোন তরমুজ নেই। সকালে ৩শ টাকায় বিক্রি হয় যে তরমুজ সেই তরমুজ বিকেলে বিক্রি হয় ৫ শ থেকে ৮ শ টাকায়। কক্সবাজার শহরে গুমগাছতলা মোড়সহ বিভিন্ন ফলের দোকানে এমনই চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সবচেয়ে ছোট আকারে তরমুজের দাম ৪ শ থেকে ৫ শ টাকা। আর বড় আকারের তরমুজের দাম ৬ শ থেকে ৯ শ টাকা। শহরের গুমগাছতলা ফুটওভার ব্রিজের নিচে সকাল থেকে সন্ধ্যা ফুটপাতে তরমুজ বিক্রি করেন ব্যবসায়ীরা। তরমুজ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন আমিরুল ইসলাম এক ব্যক্তি বলেন, ‘সকালে জিজ্ঞেস করছি এই তরমুজ চাইলো ৪০০ টাকা। এখন ইফতারের আগে কিনতে আসলাম এখন নাকি ৬০০ টাকা।’

এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদারের দাবি করেছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে যে অবস্থা এখনই শক্ত পদক্ষেপে নেওয়া প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধবনবিট কার্যালয়ের কাছেই পাহাড় কেটে মাটি লুট
পরবর্তী নিবন্ধদুর্ঘটনার শিকার চবির ভর্তি পরীক্ষার শিক্ষক