চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে পটিয়ায় জজ আদালতের সেরেস্তা সহকারীকে উচ্ছেদ করা হলেও বিকেলে প্রথম সিনিয়র সহকারী জজের আদেশে আবারও বহালের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এসি(ল্যান্ড) অফিসের অভ্যন্তরে থাকা ম্যাজিস্ট্রেট কলোনীর বাসা থেকে সেরেস্তা সহকারী কবির আহমদের পরিবারের মালামাল বের করে উচ্ছেদ করেন। বিকেলে পটিয়া প্রথম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারকের কাছে আবেদন করলে তিনি জজ আদালতের সেরেস্তা সহকারীকে তার বাসায় বহাল করে মালামাল পূর্বের জায়গায় রাখার আদেশ দেন। উচ্ছেদের সময় পটিয়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
জানা গেছে, উপজেলা ভূমি অফিসের অভ্যন্তরে থাকা পরিত্যক্ত কোয়ার্টারে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীর কিছু পরিবার বসবাস করে আসছিল। পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান অবৈধভাবে বসবাস করা পরিবারকে উচ্ছেদ করতে প্রক্রিয়া শুরু করেন। পরিত্যক্ত কোয়ার্টার থেকে ইতোমধ্যে নোটিশ দিয়ে ৪ পরিবারকে উচ্ছেদ করা হয়। সেরেস্তা সহকারী কবির আহমদ স্বেচ্ছায় সরে না যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাকে উচ্ছেদ করেন। আদালতের আদেশ পাওয়ার পর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুনরায় তাকে একই বাসায় বহাল করেন।
পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানিয়েছেন, কোয়ার্টার দখল করে কিছু পরিবার এতদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। নোটিশ দেয়ার পরও কোয়ার্টার থেকে স্বেচ্ছায় সরে না যাওয়ায় জেলা প্রশাসক স্যারের নির্দেশে সেরেস্তা সহকারীর বাসার মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়।
তবে পটিয়া যুগ্ম জেলা আদালতের সেরেস্তা সহকারী কবির আহমদ বলেছেন, তিনি তৎকালীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নির্দেশক্রমে গত ৩ বছর ধরে ম্যাজিস্ট্রেট কলোনীর বাসায় থাকছেন। তাকে কোন ধরনের নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হয়।
পটিয়া আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার শীল জানিয়েছেন, কোন ধরনের নোটিশ ছাড়াই ম্যাজিস্ট্রেট কলোনীর কোয়ার্টার থেকে সেরেস্তা সহকারী কবির আহমদের ঘর থেকে মালামাল বের করে দিয়ে উচ্ছেদ করা হয়। এসময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।