সকালের শাটলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা বহিরাগত আটক

চবি প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বটতলী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বাবুলের বাড়ি সিলেট বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে দ্বিতীয় বগিতে উঠেন ওই ছাত্রী। তখন বগিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কেউ না থাকলেও বহিরাগত এক লোক ঘুমন্ত অবস্থায় ছিল এবং আরেকজন হাঁটাহাঁটি করছিল। এ সুযোগে বাবুল ওই ছাত্রীর উপর আক্রমণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এসে বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সকাল সাড়ে ৭টার শাটল ট্রেনে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে এক ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ওই ছাত্রীকে রেলওয়ে থানায় অভিযোগ দিতে বলেছি। থানার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। বিষয়টি পুলিশ সমাধান করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা নুরে আলম বলেন, সকালে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে আমরা বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছি। সে এখনো পুলিশ হেফাজতে আছে। হেনস্তার শিকার ছাত্রীটির পরীক্ষা ছিল। সে বিকেলে এসে মামলা করবে বলে আমাদের জানিয়েছেন। এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় পিডিবির নতুন সাবস্টেশনে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধপশুর বর্জ্য ফেলতে দেয়া হবে এক লাখ পলিব্যাগ