সকালের প্রলম্বিত ছায়াটার সাথে

কাজী জাহাঙ্গীর | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

ভোরবেলাকার প্রাতভ্রমণে গিয়ে

সকালের প্রলম্বিত ছায়াটার সাথে একহাত নিয়েছি আজ

কেনই বা তার সাথে একট্টা হয়ে দুঃখমাখা মুহূর্তগুলো

কেবলই দীর্ঘায়ীত হয়ে যায়,

কৃষ্ণবর্ণ ঘুটঘটে রজনীগুলোর মত

আমার অপ্সরীকে ছুতে চাওয়া বিষণ্ন মন

দীর্ঘসময় ধরে আকাঙ্ক্ষা শুষতে থাকা

জ্যামিতিক উলম্বে দাঁড়িয়ে থাকা ছায়াটা

বিশাল একটা ঠেশ হয়ে কেনইবা ঠেলে রাখবে দূরত্বে আমাকে।

সাত সকালে প্রিয়মুখটাকে ভেবে লাজ রাঙা

ভাবনা পাড়ের আপ্লুত আবেগ থেকে

ভাগ্যিস পূবদিকের প্রথম আলোটা কড়া চোখ রাঙানি দিয়ে

অল্পক্ষণেই আমার দিকে উঠে আসলো বলে

প্রচণ্ড আলোতে দিনটার গোড়া পত্তন হয়ে গেল,

আর অদ্ভুত ছায়াটা উলম্ব থেকে তির্যকে সরে এসে

আমার পায়ের কাছে কাকুতি জানাতে জানাতে কায়াহীন

হয়ে গেলে, আমি ফিরে গেলাম আমার অপ্সরীর ভাবনায়

আর উল্টোদিকে হাঁটা দিলেও বামন হয়ে যাওয়া ছায়াটা

কুই কুই করে আমার পিছন পিছনই আসতে থাকলো

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধতোমার চলে যাওয়া