চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ–মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার ফিকশ্চার অনুযায়ী এম এ আজিজ স্টেডিয়ামে চারটি খেলা অনুষ্ঠানের কথা ছিল। সে অনুযায়ী সকাল ৯টায় রামপুর ফুটবল একাডেমি এবং আবদুস সোবহান ফুটবল দলের মধ্যে দিনের প্রথম খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর ২৫ মিনিট পর এ খেলা বন্ধ হয়ে যায়। বিকেএসপির খেলোয়াড় বাছাই কার্যক্রমের জন্য ক্রীড়া অফিসার খেলা বন্ধ রাখতে অনুরোধ করেন। তখন রামপুর ফুটবল একাডেমি ২–১ গোলে আবদুস সোবহান ফুটবল দলের বিরুদ্ধে এগিয়েছিল। এ ধারাবাহিকতায় সকাল ১০টায় দিনের দ্বিতীয় খেলাও স্থগিত করা হয়। শুরু হওয়া খেলা বন্ধ প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম জানান আমরা বিকেএসপির সূচির বিষয়ে জানতাম না। এখন ওনারা বলছেন আমাদের জানিয়েছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী যিনি এই টুর্নামেন্টের ভাইস চেয়ারম্যান তিনি বলেন এ ব্যাপারে উনার সাথে আমার আগেই কথা হয়েছিল। বিকেএসপির খেলোয়াড় বাছাই কার্যক্রম ছিল পূর্বনির্ধারিত কর্মসূচি। যা হোক এটা ভুল বোঝাবুঝি। সিডিএফএ সভাপতি জানান স্থগিত খেলাগুলো পুনরায় নতুন শিডিউলে শুরু হবে। তবে যে খেলাটি ২৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে, তার বাদবাকি সময়ের খেলা একই খেলোয়াড়ের অংশগ্রহণে সম্পন্ন হবে। আগামী ২৭ এপ্রিল সকাল ১১টায় রামপুর ফুটবল একাডেমি এবং আবদুস সোবহান ফুটবল দলের মধ্যকার বাকি সময়ের খেলা অনুষ্ঠিত হবে। অপর স্থগিত খেলাটি এদিন দুপুর ১২টায় পটিয়া ফুটবল একাডেমি এবং ফরিদ ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩–২ গোলে সন্দ্বীপ ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোলরক্ষক মিনহাজুল ইসলাম আবির। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসীম উদ্দীন।
বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের শেষ খেলায় ফিউচার ফুটবল একাডেমি ৪–০ গোলে ব্রাদার্স ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মেহেরাজুর রহমান সাফিন ৩টি গোল দিয়ে হ্যাট্রিক অর্জন করে। অপর গোলটি করে এহতেশাম রাহাত। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মেহেরাজুর রহমান সাফিন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফারুক আহমদ। আজ টুর্নামেন্টের কোন খেলা অনুষ্ঠিত হবে না।












