সংগঠনের শৃঙ্খলা এবং গঠনতন্ত্র না মেনে গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে এই ব্যাপারে কেন্দ্রীয় দপ্তরে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সন্তোষজনক ব্যাখ্যা প্রদানসহ উল্লেখিত নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংগঠনের পক্ষ থেকে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করেন।
নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ–কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে বিগত মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে, সকলের সাথে সমন্বয় করে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়–মহানগরের অন্যান্য নেতৃবৃন্দের সাথে কোনোরূপ সমন্বয় না করে বিগত ১৪ মার্চ নগরীর ৭টি থানা ও ১২টি ওয়ার্ডের কমিটি প্রদান করেছেন। সংগঠনের বিভাগীয়, জেলা ও থানা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও কোনো প্রকার অবহিত না করে এই ধরনের কমিটি প্রদান সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। গঠনতন্ত্রের কোনো ধারা বা উপধারা অনুসরণ না করে, কোন ক্ষমতা বলে উক্ত কমিটি সময়হ প্রদান করেছেন তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদান এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা প্রদান করেছেন।’
অপরদিকে ৭ থানা ও ১২ ওয়ার্ডে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ লিপি পাঠিয়ে এবং সংবাদ সম্মেলন করায় নগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটির একাংশের (৭সহ সভাপতি, ৩জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২জন সাংগঠনিক সম্পাদক) ১২ নেতাকেও শোকজ করা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটির মধ্যে ৭ সহ সভাপতি, ৩জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদকসহ এই ১২ জন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। এই ১২ জনের প্রত্যেকের নামে গতকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। উক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে-‘নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আপনারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ লিপি পাঠিয়ে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত না করে গঠনতন্ত্রের কোন ধারা উপধারা বলে আপানারা সংবাদ সম্মেলন করে এহেন অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত হয়েছেন তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের জন্য সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নির্দেশ প্রদান করেছেন।’ নোটিশে এই ১২জনকে শুধুমাত্র জবাব দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়ার কথা বলেননি। কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবরে দেয়া কারণ দর্শানো নোটিশে সন্তোষজনক জবাব এবং নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংগঠনের পক্ষ হতে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ বুধবার গভীর রাতে (রাত ১টা ৪৫ মিনিটে) চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ–তাদের নিজস্ব ফেসবুকে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। গভীর রাতে থানা এবং ওয়ার্ডের ১৯টি ইউনিটের কমিটি ঘোষণার নগরজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। নগর স্বেচ্ছাসেবক লীগের দুইগ্রুপ সাংগঠনিকভাবে পাল্টাপাল্টি অবস্থান নেয়। শেষ পর্যন্ত বিষয়টি কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতা–যথাক্রমে নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মোহাম্মদ আজিজ মিসির, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো.মাসুদ খান ও মো. সালাউদ্দিন হচ্ছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।