সকল সম্প্রদায়ের মিলিত শক্তিতে দেশ গড়তে হবে

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন ,সকল ধর্মবর্ণসমপ্রদায়ের সম্মিলিত আন্দোলনের মধ্যদিয়ে বৈষম্য দূর হয়েছে। শোষণ থেকে বাংলাদেশ মুক্তিলাভ করেছে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীন বাংলাদেশকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করেছে। এই আন্দোলনে আমাদের ছাত্র জনতা নিহত হয়েছে। সকল সমপ্রদায়ের মিলিত শক্তিতে দেশ গড়তে হবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে ছাত্র জনতা লড়াইয়ে রাজপথে নেমে জনবিচ্ছিন্ন সরকারের পতন করতে সক্ষম হয়েছে।

তিনি গত ২২ সেপ্টেম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলার শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উত্তরজেলা শাখার সভাপতি জিতেন্দ্র নারায়ন দাশ নাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজিব ধর , জহুরুল আলম জহুর, ঝুলন কান্তি রায়, গোপাল শর্মা, মিঠুন বৈষম্য, ধ্রুব কুমার দাশ,বাসু দেব দাশ,দীপক শর্মা,সুপন বড়ুয়া, সুমন চক্রবর্তী, দীপক শর্মা,সুপন বড়ুয়া,ইমন বড়ুয়া, রতন কুমার নাথ প্রমুখ। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক রতন কুমার নাথ, গোপাল শর্মাকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ নাগরিকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধসব পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে