সকল সংস্থার সমন্বিত প্রয়াসে নিরসন হতে পারে জলাবদ্ধতা

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় অভিমত

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দীর্ঘদিনেও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ার পেছনে প্রধানত দায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতা। এছাড়া রাজনৈতিক ব্যক্তিদেরও দায় এড়ানোর সুযোগ নেই। তবে এ মুহুর্তে একে অপরের দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার নিরসন করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
গতকাল রবিবার পূর্বকোণ সেন্টারের আলহাজ ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত ‘চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা নিরসনে সরকার কর্তৃক গৃহীত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তার এ মন্তব্য করেন।
আলোচনা সভার উদ্বোধন করেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি ও দৈনিক পূর্বকোণ লি. এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুরের সঞ্চালনায় কমিটির চেয়ারম্যান ডা. শেখ সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেক্রেটারি প্রকৌশলী এস এম শহীদুল আলম, বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস. এম নুরুল হক ও কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মো. নুরুল আলম। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন, সরকার জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প হাতে নিলেও দুর্ভাগ্যজনক হল, প্রকল্পের বাস্তবায়ন কাজ কচ্ছপ গতিতে চলছে। যা নগরবাসীতে চিন্তায় ফেলে দিয়েছে। নগরবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দেয়ার জন্য পরিকল্পিত ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস
পরবর্তী নিবন্ধপটিয়ায় ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা