সকল ষড়যন্ত্র থেকে আজাদী হাজার বছর বেঁচে থাকুক

নাজমুল হাসান চৌধুরী হেলাল | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শোষণমুক্ত সমাজ গঠনে দৈনিক আজাদীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংগঠিত করে, সেই দিক থেকে দৈনিক আজাদী আপসহীনভাবে ৬৫ বছর ধরে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। আজাদীর এই সাহসী ভূমিকার সঙ্গে যারা সততা, ভালোবাসা, আন্তরিকতা, সাহসিকতার সাথে একান্তভাবে জড়িয়ে আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে, দৈনিক আজাদীর ধারাবাহিক সাফল্য কামনা করছি। দৈনিক আজাদী শত প্রতিকূলতার মধ্যেও সংবাদপত্রের মান উন্নত করা, যতটা সম্ভব আধুনিকায়ন করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, অন্য সব জাতীয় সংবাদপত্র আজাদীর মতো সাহসী ভূমিকা পালন করলে এবং সব সংবাদপত্র আপন ভাষায় কথা বলতে পারলে অবশ্যই সংবাদপত্র ফিরে পাবে তার সোনালি অতীত।

দৈনিক আজাদী সুখেদুখে বিভাগে আমার অনেকগুলো লেখা প্রকাশিত করে অশেষ কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আজাদী আমাকে লেখার অনুপ্রেরণা দিয়েছে। আমি আজাদী পরিবারের সকলের প্রতি অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল ষড়যন্ত্র থেকে আজাদী হাজার বছর বেঁচে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী আঁরার ইতিহাস ঐতিহ্যের অংশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের গর্ব, দেশের ঐতিহ্য