বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ।
দক্ষিণ জেলা আ. লীগের কর্মসূচি : পঁচাত্তরের ঘাতকদের নাশকতা, সিরিজ বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ ইঞ্জি. আবদুল খালেক চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, জঙ্গীবাদ-সন্ত্রাস সভ্যতার উন্নয়নের বিপরীতে অবস্থান করছে। যেনতেনভাবে ক্ষমতায় যেতে বিএনপি জামাত দেশ বিরোধী সব রকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ক্ষমতার লোভে তারা অপরাজনীতি করছে। যারা ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা করেছে, যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে, যারা পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তারাই জঙ্গী তৎপরতার পৃষ্ঠপোষকতা করে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারেক জিয়ার নেতৃত্বে দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে। অকার্যকর রাষ্ট্র করার জন্য জঙ্গীবাদীদের নিয়ে তারেক যে ষড়যন্ত্র করছে তা আওয়ামী লীগ দেশবাসীকে নিয়ে প্রতিরোধ করবে। দেশের মানুষ এ ঘৃণ্য ষড়যন্ত্রের পক্ষে নেই। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। মুখে আমরা যা বলবো কাজে তা করে দেখাব। বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে হত্যা করেছিল তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা উন্নয়নের যে রূপকল্প অনুসরণ করেছেন তা বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগের সকল স্তরে ঐক্য সুদৃঢ় করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এম আবু সাঈদ, এস এম আবুল কালাম, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল গণ-মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে এসে শেষ হয়।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, জঙ্গীবাদীদের কোন ধর্ম নেই, তারা ধর্মের নাম ব্যবহার করে মানুষ হত্যা করে। বিএনপি-জামাত চক্র হচ্ছে এদেশে জঙ্গীবাদের ইন্দন দাতা। তারা পাকিস্তানের ন্যায় এদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আওয়ামী লীগ জঙ্গীবাদের ইন্দন দাতাদের কোন অবস্থাতেই রাজপথ দখল করতে দেবে না। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদী মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, নজরুল ইসলাম তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, এড বাসন্তী প্রভা পালিত, এড জুবাঈদা সরোয়ার নিপা প্রমুখ।
চন্দনাইশ উপজেলা আ. লীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বুধবার চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপির নেতৃত্বে গণমিছিলটি চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকারের সাফল্যে ঈর্শান্বিত বিএনপি আবারো দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। তারা দেশে পুনরায় সিজির বোমা হামলার মতো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ তা আর হতে দেবে না। তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। উপজেলা আ. লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ. লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ. লীগের সহ-সভাপতি আবুল বশর ভুইয়া, আবদুল মালেক রানা, আবদুল্লাহ নোমান বেগ, আমিন আহমেদ চৌধুরী রোকন, এসএম সায়েম প্রমুখ।
দক্ষিণ জেলা যুব মহিলালীগের বিক্ষোভ মিছিল : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলালীগের আয়োজনে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গতকাল বিকেল ৫ টায় আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মুখে এসে শেষ হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে এ সময় সংগঠনের সদস্য এডভোকেট শ্যামলী চৌধুরী, রোকসানা আহমেদ সুখী, জগদা চৌধুরী সুপ্রিয়া, এডভোকেট শারমিন ইয়াছমিন নিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : সিরিজ বোমা হামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লবের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নগরীর ফিরিঙ্গী বাজার থেকে শুরু করে জিপিও চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকুর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসান মুরাদ বিপ্লব। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব।
রাঙ্গুনিয়ায় উপজেলা আ. লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের রোয়াজারহাট পর্যন্ত প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।
বিক্ষোভ মিছিল ও পথসভায় জেলা, উপজেলা, রাঙ্গুনিয়া পৌরসভা, পারুয়া, সরফভাটা মরিয়মনগরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাঁশখালী উপজেলা আ. লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সারাদেশের সিরিজ বোমা হামলার প্রতিবাদে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পৌর মেয়র এসএস তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকায় আশানুরুপ উন্নয়ন সাধন করছে। তার সুফল সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে যে কোন কাজে তাদের মূল্যায়ন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
চকরিয়া আ. লীগের সমাবেশ : চকরিয়া প্রতিনিধি জানান, সিরিজ বোমা হামলাকারীদের শাস্তির দাবিতে কঙবাজারের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেঙের সামনে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, বিএনপি নাকি আন্দোলনের নামে আবারো রাজপথে নামবে, রাজপথ দখলে নিয়ে মানুষকে পুড়িয়ে মারবে। তাদের সতর্ক করে এমপি বলেন রাজপথে নামার কোনো ধরনের চেষ্টা করবেন না। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কঙবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
রাঙামাটি জেলা আ. লীগের বিক্ষোভ সমাবেশ : রাঙামাটি প্রতিনিধি জানান, সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সংযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমুহনীতে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। রাঙামাটি জেলা, সদর, শহর আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে সভায় যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক তালুকদার, রফিকুল ইসলাম, মো. হানিফ, সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা আ. লীগ : টেকনাফ প্রতিনিধি জানান, সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। দুপুরে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- মাস্টার জাহেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে জহির হোসেন এমএ, জাবেদ ইকবাল চৌধুরী, আহমেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল বশর, সেলিম সিকদার, মোস্তাক আহমেদ প্রমুখ।
হাটহাজারীতে বিক্ষোভ মিছিল : হাটহাজারী প্রতিনিধি জানান, সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক নাছির হায়দার করিম বাবুলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল হাটহাজারী উপজেলার ফতেপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়ক বাদামতল থেকে মিছিলটি নন্দীরহাট হয়ে ইসলামিয়াহাট গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ ফতেপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হারুনের সভাপতিত্বে ও নাছির হায়দার করিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামীম। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, রিয়াদুল ইসলাম রাফি, গিয়াস উদ্দিন, রায়হান প্রমুখ।












