জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসূরিদের সমুচিত জবাব দিতে জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আ. লীগের নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সজাগ থাকতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ. লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আ. লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী। সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, রাশেদ মনোয়ার, প্রদীপ দাশ, এডভোকেট আবদুর রশিদ, দেবব্রত দাশ দেবু, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম প্রমুখ।এছাড়া হুইপ সামশুল হক চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে ১৫ হাজার মানুষের জন্য গতকাল রাতে ৭টি কমিউনিটি সেন্টারে গণভোজের আয়োজন করা হয়। সাতটি কমিউনিটি সেন্টারকে ১৭টি ইউনিয়ন ও পৌরসভার জন্য ভাগ করা হয়েছে। গণভোজের এ আয়োজন এবং হিন্দু বৌদ্ধসহ অন্যান্য ধর্মাম্বলীদের জন্যও করা হয়েছে।












