রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয়ের প্রথম সংবাদটি পৌঁছানো হবে রাউজান থেকে। তিনি সমবেত জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদেশ্যে বলেন, দেশি–বিদেশি ষড়যন্ত্র ও স্বাধীনতা বিরোধীদের ছড়ানো গুজবকে পাত্তা না দিয়ে সকলকে ঐক্যাবদ্ধ হতে হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার পক্ষে। ইনশাল্লাহ সব ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও দেশ পরিচালনায় দায়িত্ব নিবেন নেত্রী। তিনি গতকাল শনিবার রাউজান পৌরসভায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সমাবেশে এই অভিমত ব্যক্ত করেন। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র–২ এড. সমীর দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। সভাপতির বক্তব্যে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো অশুভ শক্তি নির্বাচনী পরিবেশকে অশান্ত করতে মাঠে নামার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ–সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, শওকত হাসান, জানে আলম জনি, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, মোহাম্মদ রোকন উদ্দিন, রবিন্দ্র লাল চৌধুরী প্রমুখ।











