সকল নীতিতে ভেজাল

মির্জা মোহাম্মদ আলী | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

লেখা আজ ফুটে ওঠে না আর কলমে

বেহুশ করে দিয়েছে সব বেহুসি মলমে

আয়না আছে হাতে দেখা যায় না মুখ

আবর্জনায় ঢেকে গেছে কুড়ানো সুখ।

পরিষ্কার পুকুর জলে ফেনার আবির্ভাব

কুমির ঢুকে মাছ খায় তবু তার অভাব

চলে না এখন আর মালিকের বাহাদুরি

শেয়াল করে বাঘের সাথে সিনা জুড়ি

হাতি মোষের স্থান নড়ে পালাতে সক্ষম

এসব দেখে বানর গাছে চলতে অক্ষম

ফুলে নাই মধু মৌমাছিরও নাই বিচরণ

পাখিদের পাকনা জ্বালায় সূর্যের কিরণ।

লেখাতে ফুটে ওঠে না তাই ছন্দ ও তাল

দুচোখে দেখছি সকল নীতিতে ভেজাল

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা
পরবর্তী নিবন্ধশিক্ষক সমাজকে তার ন্যায্য মর্যাদায় ফিরিয়ে আনা হোক