ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষিত না হওয়ায় জনমনে বিবিধ প্রশ্ন উঁকি দিচ্ছে। সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, নির্দিষ্ট কয়েকটি দল নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁয়তারা এদেশের জনগণ মেনে নেবে না। সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব।
ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গতকাল শনিবার কারওয়ান বাজারস্থ সংগঠন কার্যালয়ে সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেন, ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অ্যাড. এমদাদুল হক পাটোয়ারী, মাওলানা শহিদুল ইসলাম আবেদী, পীরজাদা ছৈয়দ আরিফ বিল্লাহ, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, মুহাম্মদ জাকির মিয়াজি, আমজাদ আলী লিটন, এস এম আব্দুল করিম তারেক, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, তরিকুল হাসান লিংকন, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন, মুফতি মাওলানা বদরুর রেজা সেলিম, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এ এস এম কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা আবুল কালাম আজাদ, আবদুল খালেক, মাওলানা নিজাম উদ্দিন নোমানী, মাওলানা মোহাম্মদ মনির হোসাইন, মাওলানা আবুল হাশেম মিয়াজি, মীর মুহাম্মদ আবু বকর, মাওলানা আল আমিন দেওয়ান, খোরশেদ আলম, মাওলানা মুহাম্মদ আব্বাস আলী সিরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










