সকল নাগরিক অধিকারের ব্যাপারে ক্যাবকে আরও সোচ্চার হতে হবে

মতবিনিময় সভায় জেলা প্রশাসক

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত সবগুলি অধিকারই ভোক্তা অধিকারের আওতাভুক্ত। আর যারা যেকোনো পণ্য বা সেবা ভোগ করছেন তারাই ভোক্তা। সে কারণে দেশের ১৭ কোটি মানুষই কোনো না কোনোভাবে পণ্য বা সেবার ভোক্তা। তাই দেশের ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) নিত্যপণ্যে কৃত্রিম সংকট, মূল্যবৃদ্ধি, খাদ্যে ভেজালের বিষয়গুলির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ইন্টারনেট, টেলিকম, গণপরিবহন, আর্থিক লেনদেন, তথ্যের অবাধ প্রবাহ, কর্মসংস্থানসহ অন্যান্য নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হতে হবে।
গত বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্যাব চট্টগ্রামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন ডিসি। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। অন্যান্যদের মধ্যে ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, বিভাগীয় সহ-সভাপতি এম নাসিরুল হক, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগরের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, তৌহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ জানে আলম, শাহীন চৌধুরী, মো. সেলিম জাহা্‌ঙ্গীর, ডা. মাসবাহ উদ্দীন তুহিন, প্রকৌশলী শেখ হাফিজুর রহমান, এমদাদুল হক সৈকত, মোহাম্মদ আলী, আলমগীর বাদশা, সালাহ উদ্দীন, নবুয়াত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, অধ্যাপক এবিএম হুমাছুন কবির, অধ্যক্ষ মনিরুজ্জমান, মোজাফ্‌ফর সিকদারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের ক্যাব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ক্যাব প্রতিনিয়ত ভোক্তাদের ভোগান্তি ও সমস্যা সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের সেবা প্রদানে ত্রুটি-বিচ্যুতি, অসংগতি, দুর্বলতা ও অস্বচ্ছতা এবং ভোক্তাদের অধিকার ভোগের প্রতিবন্ধকতাগুলি তুলে ধরি। ত্রুটিগুলি সরকারের যে দপ্তরের বিরুদ্ধে যায় তখনই তারা বিষয়গুলিকে ভুল ব্যাখ্যা করে অধিকার নিশ্চিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাশিমপুরে তুষারকাণ্ডে জেল সুপার ও জেলার বরখাস্ত
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬৮ জন