দলমত নির্বিশেষে সকল ধর্ম ও সমপ্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে –এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম–১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা ও সুযোগ–সুবিধা দেওয়াই ইসলামের শিক্ষা এবং মানবিক রাজনীতির মূল লক্ষ্য। গতকাল শনিবার শুলকবহর ওয়ার্ডে সনাতনী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাছান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সনাতনী সমপ্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন, গৌরাঙ্গবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি গোকুল দে ও সেক্রেটারি দোলন দে, লোকনাথ মন্দিরের সভাপতি চন্দন দেবনাথ ও সেক্রেটারি অপু চক্রবর্তী, আদর্শ পাড়া পূজা কমিটির সভাপতি দেবরাজ দাশ গুপ্ত ও সেক্রেটারি সেন্টু কুমার দাশ, জাগরণ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিশু দাশ ও সেক্রেটারি সেতুশীল, প্রবর্তক সংঘের সভাপতি স্বদেশ শর্মা ও সেক্রেটারি রতন ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।












