রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেছেন, নতুন প্রজন্মের জন্য পৃথিবীতে কাজের বিশেষ ক্ষেত্র তৈরি করতে হবে। সব কাজের নেপথ্যে থাকতে হবে দেশপ্রেম। সঠিক নেতৃত্বের প্রথম শর্তই হচ্ছে মানবতাবোধ। সমাজে আমাদের কার কী অবস্থান সেটা বড় কথা নয়, আমরা কে কী করেছি, সেটিই অনেক বড় বিষয়। নিজেকে গড়ার পাশাপাশি আমাদের মধ্যে সমাজ এবং দেশের জন্য কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে। পিটুপি ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেছেন, মেধাবী প্রজন্মকে দেশে ধরে রাখতে না পারায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে সরকারি–বেসরকারি তরফ থেকে নানা উদ্যোগ থাকা দরকার। মেধাবী প্রজন্মকে দেশ গড়ার কাজে নিয়োজিত রাখার পরিবেশ তৈরি করতে হবে। চট্টগ্রামকে গড়ে তুলতে হবে মানুষের বসবাস উপযোগীর পাশাপাশি নান্দনিক শহরে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন –প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সাংবাদিক এম নাসিরুল হক, জাহিদুল করিম কচি, আসিফ সিরাজ, কাজী আবুল মনসুর, সবুর শুভ, জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা সাদমান সাইকা শেফা, রোটারিয়ান আকবর হোসেন ও মোহাম্মদ শাহজাহান। শুরুতে অতিথিদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।