সকলের সহযোগিতায় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে হবে

রোটারি ক্লাবের দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এম এ মালেক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক ও কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি এম এ মালেক বলেছেন, কিডনি রোগ একটি ব্যয়বহুল রোগ। সাধারণ মানুষের পক্ষে এর ব্যয় বহন করা কঠিন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। সকলের দানে ও সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে হবে। গতকাল চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে রোটারি ইন্টারন্যাশনাল জেলা৩২৮২ বাংলাদেশের পক্ষ থেকে দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা৩২৮২ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। তিনি বলেন, রোটারিয়ানরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাথে রোটারি জেলা ৩২৮২ সম্পৃক্ততার মাধ্যমে মানব সেবার নতুন দিগন্ত সূচিত হলো। বর্তমান রোটারি বর্ষের মধ্যে ২৫টি ডায়ালাইসিস মেশিনসহ একটি পূর্ণাঙ্গ রোটারি ডায়ালাইসিস সেন্টার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী বলেন, প্রত্যেক গভর্নর তার কর্ম বছরে কিছু স্মরণীয় প্রকল্প বাস্তবায়ন করে থাকেন। এরই ধারাবাহিকতায় গ্লোবাল গ্র্যান্টের মাধ্যমে আজকে দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অন্যতম।

সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহসভাপতি প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আমির হুমায়ূন চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমদ, জয়েন্ট সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. আবুল কাসেম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব মহিউদ্দিন, ওমর আলী ফয়সাল ও সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ। সংগঠনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপানি জীবন, পানিই খাদ্য কেউ থাকবে না পিছিয়ে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা