সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, নিঃস্ব মানুষগুলো জীবনের চাহিদা মিটাতে ব্যর্থ। তাদের পাশে থাকা আমাদের আদর্শ। তিনি বলেন, রাষ্ট্র ও বিত্তবান উভয়ের সম্মিলিত প্রয়াসে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। আমরা দারিদ্র নিরসনে সচেষ্ট আছি। অন্য বিত্তবানরা স্ব স্ব এলাকায় নিঃস্বদের পাশে থাকলে দুঃখী মানুষগুলোর দুঃখ ঘুচে যাবে। নিয়মিত মানবসেবার অংশ হিসাবে গতকাল শুক্রবার বাদ জুমা এইচ এম ভবনে অসচ্ছল, দুঃখী, নিঃস্ব মানুষদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে এ সমাবেশ শেষে উপস্থিত এক হাজার নর–নারীর মাঝে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেন সাবেক মেয়র এম. মনজুর আলম। সমাবেশে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম রাজু। আলোচনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মোহাম্মদ বাদশা আলমসহ অন্যরা। মিলাদ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়্যব শাহ (রা.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়্যদ মোহাম্মদ ইউনুচ রজভী। প্রেস বিজ্ঞপ্তি।