সকলের পদচারণায় সফল হোক শিশুসাহিত্য উৎসব

গৌতম কানুনগো | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

শিশু সাহিত্য” শব্দটি প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু সাহিত্য একান্তভাবে ছোটোদের জন্য লেখা হলেও সব বয়সের পাঠকের কাছেই তা পরম আস্বাদ্য। বুদ্ধদেব বসু অনেক আগেই বলেছেন “এমন মত পোষণ করা সম্ভব যে, শিশু সাহিত্য স্বতন্ত্র কোন পদার্থ নয়, কেননা তা সত্যিকার সাহিত্য হলে বড়রাও তাতে আনন্দ পান। কবি রাশেদ রউফ বলেন, শিশুসাহিত্য মানে চিরায়িত সাহিত্য, সব শ্রেণীর পাঠক এর ভোক্তা। ১৮৯৪ খ্রিষ্টাব্দে (১৩০১ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘মেয়েলি’ ছড়া প্রবন্ধে শিশুসাহিত্য শব্দটি প্রথম ব্যবহার করেন। আরেক কবি বাসুদেব খাস্তগীরের ভাষায় সমকালীন এসময়ে শিশুসাহিত্য মানে শুধু ছড়া নয়এখানে যোগ হয়েছে কিশোরকবিতা, শিশুকিশোর গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, প্রবন্ধ, গবেষণা, ছড়াগানসহ বহুমাত্রিক দিক। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ‘শিশুসাহিত্য উৎসব এবং শিশুসাহিত্যিকদের বর্ণাঢ্য মিলন মেলা’। ২০১৮ ইং থেকে এ উৎসব চলছে। এ উৎসব শুধু চট্টগ্রামের নয় সারা দেশের শিশুসাহিত্যিকদের মিলনমেলা। সারা দেশ থেকে প্রায় তিনশ শিশুসাহিত্যিক এই উৎসবে অংশ গ্রহণ করবেন বলে আশা করা যায়। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ২৪ ও ২৫ অক্টোবর ২০২৫ দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসব চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বিষয়ভিত্তিক আলোচনা, শিশুসাহিত্যিক সম্মাননা, বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা, লেখা পাঠ, নতুন বইয়ের প্রদর্শনী এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। উল্লেখ্য এ বছর বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা পাবেন মোঃ মাজহারুল হক এবং মোহাম্মদ শোয়েইব নজির। সাহিত্যে সম্মাননা পাচ্ছেন তাহমিনা কোরাইশী, জাহাঙ্গীর আলম জাহান এবং আনোয়ারুল হক নূরী। ২৪ অক্টোবর সকাল ৯.৫৯ মিনিটে উৎসব উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশুশিল্পীবৃন্দের বৃন্দ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। দুদিনব্যাপী অনুষ্ঠানের কবিতা ও ছড়াপাঠ পর্বে সভাপতিত্ব করবেন বিপুল বড়ুয়া মর্জিনা আখতার, ডা. প্রণব কুমার চৌধুরী, তহুরীন সবুর ডালিয়া ও মৃনালিনী চক্রবর্তী। বেশ কয়েকটি আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয় হলো– ‘বাংলাদেশের শিশুসাহিত্য : সৃজনে মননে কতটা যুগোপযোগী’, ‘ছোটোদের পত্রিকা : নতুন সাহিত্য সৃষ্টির উৎসমুখ’, ‘ছোটোদের বইয়ের মান উন্নয়নে লেখক প্রকাশকের দায়’, ‘প্রান্তিক জনপদে শিশুসাহিত্য চর্চা’, ‘বই কিভাবে কাছে টানতে পারে শিক্ষার্থীদের’। প্রতিটি আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন মোহিত কামাল, এমরান চৌধুরী, অভীক ওসমান, সাঈদুল আরেফীন, প্রফেসর রীতা দত্ত এবং এলিজাবেথ আরিফা মুবাশশিরা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্যিক ওমর কায়সার।

উদ্বোধনী পর্বে আলোচক থাকবেনআনজীর লিটন, ফারুক হোসেন, বিশ্বজিৎ চৌধুরী, রফিকুর রশীদ, রহীম শাহ, সুজন বড়ুয়া প্রমুখ। উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে ১০টি বই। দুদিন ব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু। শিশু ও শিশুসাহিত্যিকদের দীপ্ত পদচারণায় সফল হোক এই আনন্দ আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধসমস্যার ভোগান্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপ্রকৃতির নিয়মে