সকলের জন্য নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য : আবু সুফিয়ান

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, এদেশ কোন একক রাজনৈতিক দলধর্ম বা গোষ্ঠীর নয়। এদেশ আমাদের সকলের। জাতিধর্মবর্ণগোত্র নির্বিশেষে সকলের পরিচয় একটাইআমরা বাংলাদেশী। এই সম্প্রীতির বন্ধন নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সাম্য ও মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, বিভেদ বা বিভাজনের রাজনীতিতে নয়। সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। তিনি গত রোববার পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকায় ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মহানগর যুবদলের সাবেক সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. বকতেয়ার, .হামিদ, গোলজার হোসেন, আবু বক্কর রাজু, নুরনবী। বক্তব্য রাখেন ফজল আজিম মাসুম, মো. হোসেন, আলতাফ হোসেন, ফজল আমিন, মো. সিরাজ, আব্দুল আজিজ, সাদ্দাম হোসেন, মো. সালাউদ্দিন, মো. রাসু, মো. জামাল,মো.মহসিন, মো. আলমগীর, মো. এরশাদ, মো.নবী, মো. দিদার, মো. বশির, ভুট্টু, ইসমাঈল, কালু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিষয়ক কর্মশালা