সকলের কাছে উত্তম চরিত্রের আদর্শ হলেন রাসুল (সা.)

চুনতী সীরতুন্নবী (সা.) মাহফিলে সাংসদ নদভী

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সব মানুষের সঙ্গে সদাচরণ করে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতর স্বভাব-চরিত্রের অতুলনীয় আদর্শ স্থাপন করেছেন হযরত মুহাম্মদ (সা.)। তাঁর স্বভাব-চরিত্রের মধ্যে বিনয় ও নম্রতা ছিল সদা জাগ্রত। মন্দের প্রতিবাদ তিনি মন্দ দিয়ে করতেন না, বরং মন্দের বিনিময়ে তিনি উত্তম আচরণ করতেন। সব বিষয়েই তিনি ক্ষমাকে প্রাধান্য দিতেন।
তিনি গতকাল রোববার বাদ মাগরিব শাহ সাহেব প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের ১৮তম দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা। তিনি বলেন, মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্তকালের জন্য আরেকটি নতুন জীবনের সূচনা। মৃত্যুর পর আমল করার আর কোনো সুযোগ থাকে না। তিনি বলেন, আল্লাহর বাণী গ্রহণ ও অনুসরণ করা থেকে বিরত থাকার কারণেই আজ বিশ্বব্যাপী মুসলমানরা অধঃপতিত, নিপীড়িত ও নির্যাতিত। সুতরাং মুসলমানদের আল্লাহর বিধান ও রাসূলের নির্দেশনা অনুসরণ করতে হবে।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ ইসমাঈল মানিক, মাওলানা শাহ আবুল কালাম আজাদ, পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হোবাইবসহ বিভিন্ন স্তরের আলেম-ওলামা ও জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢেমশা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সুফিয়ান
পরবর্তী নিবন্ধবাইডেনকে জয়ী স্বীকার করেও উল্টো সুর ট্রাম্পের