সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটিয়ার উন্নয়ন এগিয়ে নিতে হবে

মতবিনিময় সভায় হুইপ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, ইতিহাস ঐতিহ্য সম্বলিত একটি উপজেলা পটিয়া। এর প্রতি রয়েছে প্রধানমন্ত্রীর আলাদা আন্তরিকতা। বিগত ১২ বছরে এখানে বৃহৎ বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প অনুমোদন দেন যা পটিয়ার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পটিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পটিয়াকে এগিয়ে নিতে সকলের আন্তরিকতা প্রয়োজন। সর্বস্তরের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটিয়ার উন্নয়ন এগিয়ে নিতে হবে।
তিনি গতকাল বুধবার বিকালে নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্তোরাঁয় পটিয়াস্থ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উন্নয়ন সমন্বয়কদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ. লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা মহিলা আ. লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. আবদুর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, সদস্য দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, আইয়ুব আলী, উপজেলা আ. লীগ সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, মোহাম্মদ মুছা, আবদুল খালেক, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, মাজেদা বেগম শিরু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পালন করুন : মেয়র
পরবর্তী নিবন্ধকরোনা পরীক্ষার ল্যাব চান এমপি মোছলেম