সড়ক ও জনপথ অধিদপ্তরের শুদ্ধচার পুরস্কার পেলেন খাগড়াছড়ির উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা। সওজের চট্টগ্রাম জোনে তিনি এ স্বীকৃতি লাভ করেন।
গতকাল সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধচারে সবুজ চাকমাকে নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃজাতীয় শুদ্ধচার কৌশল, পরিকল্পনার অন্তর্ভুক্ত শুদ্ধচার চর্চার জন্য শুদ্ধচার প্রদান নীতিমান-২০১৭ এর আলোকে শুদ্ধচারের জন্য সবুজ চাকমাকে নির্বাচিত করা হয়।
তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরষ্কার হিসেবে পাবেন। এ ব্যাপারে শুদ্ধচার পুরষ্কার পাওয়া সবুজ চাকমা জানান, অন্তরের গভীর থেকে অনুপ্রেরণা সৃষ্টি কর, সেই অনুপ্রেরণা নিয়েই কাজ করে যাও, কোন একদিন কৃত কর্মের ফল পাবে। যে কোন কাজে নিজেকে নিজেই অনুপ্রেরণা দিয়ে কাজ করে যেতাম সেই কাজের স্বীকৃতি আজ পেয়ে গেলাম। ২০২১-২০২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার গ্রহণের জন্য নির্বাচিত হয়েছি। আমার কাজকে মূল্যায়ন করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে জনকল্যাণে যেন কাজ করে যেতে পারি এজন্য সকলের শুভকামনা প্রত্যাশা করছি।












